স্থান
১নং চৈত্রকোল ইউনিয়, পীরগঞ্জ,রংপুর
কিভাবে যাওয়া যায়
সাধক কবি হেয়াত মামুদ-এর মাজার শরীফঃ পীরগঞ্জ থানা/ উপজেলা সদর হতে ১৬ কিঃ মিঃ উত্তর-পশ্চিমে ঝাড় বিশিলা গ্রাম অবস্থিত। এখানে মধ্যযুগীয় সাধক-কবি হেয়াত মাসুদ এর পবিত্র মাজার অবস্থিত। মাজার শরীফে একটি অলৌকিক কাঁঠাল গাছ রয়েছে। ছহি নিয়তে উক্ত গাছের পাতা খেলে দূরারোগ্য ব্যাধি মুক্ত হয় বলে সকল ধরণের মানুষের বিশ্বাস। মাজার শরীফের অদুরে একটি মাদ্রাসা ও মসজিদ রয়েছে।