কিভাবে যাওয়া যায়
লোরা রাজার পাটঃ উল্লেখিত স্থানটি পীরগঞ্জ থানা/ উপজেলা সদর থেকে ০৫ কিঃ মিঃ পশ্চিমে পাট গ্রাম নামক স্থানে অবস্থিত। এখানে ভব চন্দ্র রাজার আত্মীয় লোরা রাজার রাজ-প্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যায়। (স্মৃতি অবলুপ্ত) ললিতা হারের পুকুরঃ উল্লেখিত স্থানটি লোরা রাজ-প্রাসাদ থেকে ০১ কিঃ মিঃ পশ্চিমে ফতেপুর ফকিরা গ্রামে অবস্থিত। এখানে লোরা রাণী ললিতা হারের স্নানের নিমিত্তে একটি পুকুর রয়েছে। পালো গড়ঃ উল্লেখিত স্থানটি পীরগঞ্জের প্রাচীন পরগণা বাগদুয়ারে বাগদেবীর মন্দিরের সন্নিকটে। এখানে পাল বংশীয় জনৈক রাজার প্রাসাদ, মানিকের ধাপ, টিকর ও গড় সমূহের ধ্বংসাবশেষ দৃষ্ট হয়। এ স্থানটিকে বলা হয় পালো গড়। বর্তমান নাম দানেশ নগর। (স্মৃতি অবলুপ্ত)