স্থান
৩নং বড়দরগাহ্ ইউনিয়ন,পীরগঞ্জ,রংপুর
কিভাবে যাওয়া যায়
বড় দরগাঃ পীরগঞ্জ থানা/ উপজেলা সদর হতে ০৮ কিঃ মিঃ পূর্ব-উত্তরে রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন বড় দরগা অবস্থিত। এখানে হযরত শাহ্ ইসমাঈল গাজী (রহঃ) এর দীক্ষাদন্ড প্রোথিত আছে বলে জানা যায়। তবে কাঁটাদুয়ার মাজারে সমাহিত পীর, ও সেনাপতি হযরত শাহ্ ইসমাঈল গাজী (রহঃ) এবং বড় দরগায় তাঁর দীক্ষাদন্ডের বিষয়টি বিতর্কিত। এ ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন।