পীরগঞ্জ উপজেলায় মূলত কৃষি নির্ভর অর্থনীতি। এখানে খালাশপীর নামক স্থানে কয়লা খনির সন্ধান পাওয়া গিয়েছে । নীল দরিয়া,বড়বিলা,বামনেরবিল এবং স্থানীয় অন্যান্য পুকুর,নদী,খাল,বিল,নালা সমূহে নানা রকম দেশী মাছ পাওয়া যায়। ঝাড়বিসলা,কাদিরাবাদ নামক স্থানে বনবিভাগের সংরক্ষিত বনভূমি আছে। এ উপজেলায় আলু,কলা,ভূট্টা,আখ,পাট,ধান,বেগুন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।