Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

পীরগঞ্জ উপজেলা সাহিত্য ও সাংস্কৃতির চর্চার দিক দিয়ে আবহমানকাল থেকেই ঐতিহ্যবাহী। এ উপজেলার সংস্কৃতিমনা লোকজন বিভিন্ন সময়ে  বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জনগণকে বিনোদন প্রদান করেছে। পীরগঞ্জ উপজেলায়  আদিকাল থেকেই উল্লেখযোগ্যসংখ্যক আদিবাসী বসবাস করে আসছে  এবং ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে এই আদিবাসীরা সবসময় একটি স্বতন্ত্র পরিচয় বহন করে এসেছে। উপজেলা শিল্পকলা একাডেমী উপজেলার সাংস্কৃতিক বিকাশে বেশ ভূমিকা রেখেছে। এ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ঐতিহ্যগত আচার অনুষ্ঠানদৃষ্টে প্রতীয়মান হয় যে, এখানকার মানুষ শিল্প সংস্কৃতির প্রতি  অত্যন্ত অনুরাগী ।                              পহেলা বৈশাখ,চৈত্রসংক্রান্তি,বর্ষাবরণ,পহেলা ফাল্গুন,নবান্ন পালন,আদিবাসীদের(সাঁওতালদের) ৩০ শে জুনের হুল উৎসব,হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বনের সময়,মুসলমানদের ঈদ উৎযাপনের সময় এ উপজেলায় বেশ উৎসবমুখর পরিবেশের  সৃষ্টি হয়। ঢাঁক,ঢোল,কাসর,তোরংগ,বাঁশী  এ এলাকার বেশ জনপ্রিয়   বাদ্যযন্ত্র।