Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “হার পাওয়ার প্রকল্প (Her Power Project): প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী বাছাই এর জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।
Details

কোর্সের নামঃ ওমেন ফ্রিল্যান্সার (Women Freelancer)


প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশ

২৬ জুন, ২০২৪ খ্রিঃ

নোটিশ বোর্ড, উপজেলা প্রশাসন, পীরগঞ্জ, রংপুর।

https://pirgonj.rangpur.gov.bd

http://doict.pirgonj.rangpur.gov.bd


কোর্সের নাম

বিষয়

তারিখ ও সময়

স্থান/মাধ্যম

  • Web Development

লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ

২৭ জুন, ২০২৪ খ্রিঃ

সকাল ১০:৩০ ঘটিকা

শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।

  • Graphics Design
  • Digital marketing

লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ

২৭ জুন, ২০২৪ খ্রিঃ

দুপুর ০১:৩০ ঘটিকা

শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।

মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ

৩০ জুন, ২০২৪ খ্রিঃ

বিকেল ০৩:৩০ ঘটিকা

উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ, পীরগঞ্জ, রংপুর


চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ

পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নোটিশ বোর্ড, উপজেলা প্রশাসন, পীরগঞ্জ, রংপুর।

https://pirgonj.rangpur.gov.bd

http://doict.pirgonj.rangpur.gov.bd

প্রশিক্ষণ শুরুর তারিখঃ

পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নোটিশ বোর্ড, উপজেলা প্রশাসন, পীরগঞ্জ, রংপুর।

https://pirgonj.rangpur.gov.bd


বিঃদ্রঃ     ১। Web Development কোর্সের পরীক্ষার্থীদের নিজস্ব ল্যাপটপ সংগে আনতে হবে।

              ২। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবে না।

              ৩। প্রশিক্ষনার্থী বাছাই সম্পর্কে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।


Attachments
Publish Date
24/06/2024
Archieve Date
31/07/2024